যুগবার্তা ওয়েব ডেস্কঃ খুব শিগগিরই ৫জি পরিষেবা ‘অতীত’ হতে চলেছে। তার পরিবর্তে মোবাইল জুড়ে এবার থাকবে ৬জি প্রযুক্তির ইন্টারনেট। মুকেশ আম্বানির সংস্থা জিও খুব দ্রুত এই পরিষেবা ভারতের বাজারে নিয়ে আসার ইঙ্গিত দিয়েছে। সম্প্রতি গত আর্থিক বছরের (২০২৪-’২৫) বার্ষিক রিপোর্ট প্রকাশ করে মুকেশের মূল সংস্থা রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ় লিমিটেড। বার্ষিক রিপোর্টে রিলায়েন্স জানিয়েছে, ভবিষ্যতের যোগাযোগ ব্যবস্থাকে আরও উন্নত করার লক্ষ্য নিয়ে কাজ করছে জিও। ৬জি প্রযুক্তির গবেষণা এবং তাকে তৈরি করার কাজ দ্রুত এগোচ্ছে।
চলতি বছরের মার্চ পর্যন্ত জিওর ৫জি ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা ছিল ১৯ কোটি ১০ লক্ষ। যেটা টেলিকম সংস্থাটির ওয়্যারলেস ডেটা ট্রাফিকের প্রায় ৪৫ শতাংশ। এ বছরের মার্চ পর্যন্ত প্রায় ১ কোটি ৮০ লক্ষ বাড়িতে ইন্টারনেট পরিষেবা দিতে সক্ষম হয়েছে জিও। এই সংখ্যা তাদের নতুন সংযোজনের ৮৫ শতাংশ। গত অর্থবর্ষের রিপোর্টে সংস্থা জানিয়েছে, ২০৩০ সালের মধ্যে সম্পূর্ণ পরিবেশবান্ধব শক্তি উৎপাদনের পরিকল্পনা রয়েছে তাঁদের। ২০২৯-’৩০ সালের মধ্যে ১০০ শতাংশ পুনর্ব্যবহারযোগ্য বিদ্যুৎ উৎপাদনের সিদ্ধান্ত নিয়েছে তারা। আর ২০৩৫ সালের মধ্যে কার্বন নিরপেক্ষ হওয়ার লক্ষ্যমাত্রা নিয়েছে মুকেশের সংস্থা।
জিও বর্তমানে বিশ্বের বৃহত্তম ডেটা অপারেটর হিসাবে স্বীকৃত। প্রতি মাসে ১৭ এক্সাবাইটের বেশি ডেটা ট্রাফিক বহন করে থাকে সংস্থা, যেটা ভারতের ওয়্যারলেস ডেটা ট্রাফিকের ৬০ শতাংশ। প্রযুক্তিগত দিকটি আরও শক্তিশালী করতে টেরেস্ট্রিয়াল নেটওয়ার্ক তৈরির দিকে জোর দিয়েছে তারা। একটি নিজস্ব কৃত্রিম উপগ্রহভিত্তিক প্ল্যাটফর্মও তৈরি করছে। এ ছাড়া ধনকুবের মার্কিন শিল্পপতি ইলন মাস্কের সংস্থা স্টারলিঙ্কের সঙ্গে চুক্তি করেছে আম্বানিদের টেলিকম সংস্থা। সংশ্লিষ্ট কোম্পানিটি কিছু দিনের মধ্যেই এ দেশে দ্রুত গতির ব্রড ব্যান্ড পরিষেবা চালু করবে বলে জানা গিয়েছে। পাশাপাশি কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের (আর্টিফিশিয়াল ইনটেলিজেন্স) বাস্তুতন্ত্র ভারতের মাটিতে গড়ে তুলতে একটি সরকারি প্রকল্পে সক্রিয় ভাবে কাজ করছে রিলায়েন্স জিও। এর নাম ‘ইন্ডিয়াএআই মিশন’। এতে ডেটা বা তথ্য প্রক্রিয়াকরণের জন্য বিপুল শক্তির ব্যবহার হবে বলে জানা গিয়েছে।
ছবিঃ সংশ্লিষ্ট সংস্থার সৌজন্যে