যুগবার্তা বিনোদন ডেস্কঃ মারণরোগ ক্যান্সারকেহারিয়ে ধীরে ধীরে জীবনের চেনা ছন্দে ফিরছেন অভিনেত্রী মিঠু চক্রবর্তী। এক বছর আগে এই রোগে আক্রান্ত হওয়ার কথা জানতে পারেন তিনি। একেবারে প্রথম পর্যায়ে স্তন ক্যান্সারে আক্রান্ত হয়েছিলেন। তবে এখন রোগমুক্ত অভিনেত্রী। অসুস্থতার জন্য অভিনয় থেকে সাময়িক বিরতি নিতেই হয়েছিল তাঁকে। শুটিং ফ্লোর থেকে এক বছরেরও বেশি সময় বাইরে তিনি। তাঁর শেষ ধারাবাহিক ছিল ‘হরগৌরী পাইস হোটেল’। ২০২৪ সালের ১৮ ফেব্রুয়ারি শেষ বার শট দিয়েছিলেন অভিনেত্রী।
এতদিনের বিরতি। সঙ্গে শারিরীক অসুস্থতা। শুটিং ফ্লোর, রোল, ক্যামেরা, অ্যাকশন শব্দগুলো যেন সাময়িক হারিয়ে গিয়েছিল মিঠুর অভিধান থেকে। তিনি নিজেও যেন ছটফট করছিলেন। কাজের মানুষ। কাজ থেকে দূরে থাকলে মন খারাপ হাওয়াটাই স্বাভাবিক। একটু সুস্থ হতেই তাই দেরি না করে শুটিং ফ্লোরে চলে গিয়েছিলেন। মিঠু আর তাঁর স্বামী সব্যসাচী চক্রবর্তী এক ভ্রমণ সংস্থার মুখ। সেই সংস্থারই কাজে কয়েক ঘণ্টার জন্য ফ্লোরে গিয়েছিলেন অভিনেত্রী।
ছবিঃ সংশ্লিষ্ট সংস্থার সৌজন্যে