যুগবার্তা ওয়েব ডেস্কঃ জঙ্গি নেটওয়ার্কের বিরুদ্ধে কাশ্মীরে বড় সাফল্য পেল ভারতীয় সেনাবাহিনী। শনিবার গুরাজ়ে এনকাউন্টারে নিহত হল বাগু খান নামে এক জঙ্গি। ভারতে জঙ্গি অনুপ্রবেশ করানোর অন্যতম মাস্টারমাইন্ড বলা হতো বাগুকে। হিউম্যান জিপিএস-নামে পরিচিত ছিল এই জঙ্গি। সমুন্দর চাচা নামেও পরিচিত ছিল সে। দীর্ঘদিন ধরে এর খোঁজে তল্লাশি চালাচ্ছিল নিরাপত্তা বাহিনী। ১৯৯৫ সাল থেকে পাক-অধিকৃত কাশ্মীরে ঘাঁটি গেড়ে ভারতের বিরুদ্ধে সন্ত্রাসমূলক কার্যকলাপ চালাত এই জঙ্গি। শনিবার অনুপ্রবেশ করাতে গিয়েই সেনা বাহিনীর কাছে বাধা পায় সে। সেই সময়েই গুলির লড়াইয়ে মৃত্যু হয়েছে বাগু ও তার আরও এক সহযোগী জঙ্গির।
ভারতীয় সেনাবাহিনীর দাবি, অন্তত ১০০ জনেরও বেশি জঙ্গিকে ভারতে অনুপ্রবেশ করিয়েছে বাগু খান। ওই এলাকায় ভূপ্রকৃতি এবং লুকনো রুট হাতের তালুর মতো চিনত এই কুখ্যাত জঙ্গি। সেই কারণেই অনুপ্রবেশ করানোর জন্য তার চাহিদা ছিল আকাশছোঁয়া। হিজবুল কমান্ডার থাকাকালীন একাধিক জঙ্গি সংগঠনকে বিভিন্ন সময়ে সাহায্য করেছে বাগু। এতদিন ভারতীয় সেনার চোখে ধুলো দিয়ে লুকিয়ে ছিল বাগু। অবশেষে সেনাবাহিনীর গুলিতে নিকেষ হল এই কুখ্যাত জঙ্গি।
ছবিঃ সংশ্লিষ্ট সংস্থার সৌজন্যে