যুগবার্তা স্পোর্টস ডেস্ক: আসন্ন ওয়েস্ট ইন্ডিজ (West Indies) সিরিজের জন্য ভারতের টেস্ট দল ঘোষণা করা হল বৃহস্পতিবার। প্রত্যাশামতোই দলের অধিনায়ক নির্বাচিত হয়েছেন শুভমান গিল (Shuvman Gill)। তবে বাদ পড়েছেন বাংলার দুই ক্রিকেটার অভিমন্যু ঈশ্বরণ (Avimanyu Ishwaran) ও আকাশ দীপ (Akash Deep)। দলে দুই ক্রিকেটারের প্রত্যাবর্তন হয়েছে। তাঁরা হলেন দেবদত্ত পাড়িক্কল (Devdutta Parikkal) এবং নীতীশ কুমার রেড্ডি (Neetish kumar reddi)। দলের সহ-অধিনায়ক নির্বাচনেও চমক রয়েছে। সহ-অধিনায়ক করা হয়েছে রবীন্দ্র জাডেজাকে (Ravindra Zadeja)।
অভিমন্যু আর আকাশের বাদ পড়াটা দুর্ভাগ্যজনক। গত বেশ কয়েকটি সিরিজে ভারতীয় দলে সুযোগ পেয়েছিলেন বাংলার অভিমন্যু। কিন্তু একটি ম্যাচেও মূল দলে সুযোগ পাননি তিনি। এমনকী শেষ ইংল্যান্ড সফরে যখন ক্লিক করছে না মিডল অর্ডার, তখনও একটি ম্যাচেও প্রথম এগারোয় ডাক পাননি ঈশ্বরণ। এ বার দলেই নেওয়া হল না তাঁকে। আকাশ দীপের বাদ পড়াটাও যথেষ্ট হতাশাজনক। ইংল্যান্ডে গিয়ে ব্যাটে বলে দুরন্ত পারফর্ম করেছিলেন বাংলার পেসার। বারমিংহাম টেস্টে ১০ উইকেট নিয়ে প্রায় একার হাতে ভারতকে জিতিয়েছিলেন। আবার ওভাল টেস্টে প্রয়োজনের সময় সেকেন্ড ইনিংসে করেছিলেন মূল্যবাণ ৬৬ রান। ওয়েস্ট ইন্ডিজ সিরিজের দল ঘোষণার আগে ইরানি কাপের দল ঘোষণা হয়েছিল। সেখানে নাম ছিল অভিমন্যু ও আকাশ দীপের। ওয়েস্ট ইন্ডিজ সিরিজ এবং ইরানি কাপ শুরুর মধ্যে মাত্র এক দিনের তফাত। তখনই স্পষ্ট হয়ে যায়, ওয়েস্ট ইন্ডিজ সিরিজে নেওয়া হবে না তাঁদের।
করুণ নায়ারকে নিয়েও মোহভঙ্গ হয়েছে নির্বাচকদের। ঘরোয়া ক্রিকেটে প্রচুর রান করলেও ইংল্যান্ডে গিয়ে একটি অর্ধশতরান ছাড়া কিছুই করতে পারেননি। একই ভাবে ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিক ভাবে রান করা সরফরাজ় খানকেও বাদ দেওয়া হয়েছে। শোনা যায়, তাঁর আবার শৃঙ্খলাজনিত সমস্যা রয়েছে। ফেরানো হয়েছে অস্ট্রেলিয়া সফরে দলে থাকা দুই ক্রিকেটার দেবদত্ত পাড়িক্কল ও নীতীশ কুমার রেড্ডিকে। ইংল্যান্ড সিরিজ দুজনেই চোটের জন্য খেলতে পারেননি।
তবে দল নির্বাচনে নিঃসন্দেহে সব থেকে বড় চমক জাডেজার সহ-অধিনায়কের দায়িত্ব পাওয়া। রোহিত শর্মা টেস্ট থেকে অবসর নেওয়ার পর অধিনায়ক হয়েছেন গিল। ইংল্যান্ড সিরিজে ঋষভ পন্থ সহ-অধিনায়ক ছিলেন। এ বার তিনি চোটের কারণে দলে নেই । তাই দায়িত্ব পেয়েছেন জাডেজা। তবে বিশ্রাম দেওয়া হল না জসপ্রীত বুমরাহকে। টি-টোয়েন্টি বিশ্বকাপের কথা মাথায় রেখে তাঁর ওয়ার্কলোড ম্যানেজমেন্ট নিয়ে ভাবনাচিন্তার কথা জানিয়েছিল বোর্ড। তবু ওয়েস্ট ইন্ডিজের মতো অপেক্ষাকৃত দুর্বল দলের বিরুদ্ধে সিরিজ়ে নেওয়া হয়েছে বুমরাহকে। দুবাইয়ে চলতি এশিয়া কাপ ফাইনালে উঠেছে ভারত। ফলে ২৮ সেপ্টেম্বর দুবাইয়ে ফাইনাল খেলেই চার দিনের মধ্যে আহমেদাবাদ টেস্ট খেলতে নামবেন বুমরাহ।
নতুন বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রে ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজ় ২-২ ড্র করেছে ভারতীয় দল। তার পর দ্বিতীয় টেস্ট সিরিজ় খেলতে চলেছে তারা। ২ অক্টোবর থেকে আহমেদাবাদে শুরু প্রথম টেস্ট। দ্বিতীয় টেস্ট ১০-১৪ অক্টোবর, দিল্লিতে। উল্লেখ্য, ভারতে এসে শেষ বার টেস্ট সিরিজ জিতেছিল ক্লাইভ লয়েডের ওয়েস্ট ইন্ডিজ ১৯৮৩ সালে। ঘোষিত ভারতীয় দল-
শুভমন গিল (অধিনায়ক), রবীন্দ্র জাডেজা (সহ-অধিনায়ক), যশস্বী জয়সওয়াল, কেএল রাহুল, সাই সুদর্শন, দেবদত্ত পাড়িক্কল, ধ্রুব জুরেল (উইকেটকিপার), ওয়াশিংটন সুন্দর, জসপ্রীত বুমরাহ, অক্ষর পটেল, নীতীশ কুমার রেড্ডি, নারায়ণ জগদীশন (উইকেটকিপার), মহম্মদ সিরাজ, প্রসিদ্ধ কৃষ্ণ এবং কুলদীপ যাদব।
ছবি: সংশ্লিষ্ট সংস্থার সৌজন্যে