যুগবার্তা স্পোর্টস ডেস্ক:
আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ভারত যে জিতবে, তা দ্বিতীয় দিনের শেষেই স্পষ্ট হয়ে গিয়েছিল। সামান্যতম লড়াইও করতে পারলেন না রস্টন চেজরা। তৃতীয় দিনের অর্ধেকও প্রয়োজন হল না জয়ের জন্য। দ্বিতীয় ইনিংসে ওয়েস্ট ইন্ডিজ অলআউট হল ১৪৬ রানে। দেশের মাটিতে টেস্টজয়ের ‘শুভ সূচনা’ হল অধিনায়ক শুভমান গিলের। ভারত জিতল ইনিংস ও ১৪০ রানে।
প্রথম ইনিংসে ওয়েস্ট ইন্ডিজ করেছিল ১৬২ রান। জবাবে দ্বিতীয় দিনের শেষে প্রথম ইনিংসে ভারতের রান ছিল ৫ উইকেটে ৪৪৮। টিম ইন্ডিয়া এগিয়ে ছিল ২৮৬ রানে। সেই রানেই তৃতীয় দিনের শুরুতে ইনিংস ডিক্লেয়ার করেন ভারত অধিনায়ক। তখন থেকেই অপেক্ষা শুরু হয়, কতক্ষণে জিতবে ভারত। প্রথম ইনিংসে যদি পেসাররা ভয়ানক হয়ে ওঠেন, তাহলে দ্বিতীয় ইনিংসে কামাল দেখালেন স্পিনাররা। পিচে ‘মার্ক’ হয়ে গিয়েছিল। রবীন্দ্রা জাদেজা সেই সুযোগে ৪ উইকেট তুলে নিলেন। পিচের অবস্থা, জাদেজা-কুলদীপের ঘূর্ণি আর ওয়েস্ট ইন্ডিজ ব্যাটারদের দুরবস্থা দেখে মনে হচ্ছিল ম্যাচ শেষ হওয়া সময়ের অপেক্ষা।
ঘরের মাঠে শেষ টেস্ট সিরিজটা ভালো কাটেনি ভারতের। ২০২৪-র অক্টোবরে নিউজিল্যান্ডের কাছে হোয়াইটওয়াশ হয়েছিলেন রোহিত শর্মা, বিরাট কোহলিরা। নিউজিল্যান্ডের সঙ্গে ঘরের মাথে খেলার পর অস্ট্রেলিয়া সফরেও সঙ্গী ছিল হতাশা। তারপর ভারতীয় ক্রিকেটে ব্যাপক বদল এসেছে। অধিনায়ক হয়েছেন শুভমান গিল। ইংল্যান্ড থেকে সিরিজে সমতা রেখে ফিরেছে ‘নতুন ভারত’। এবার ঘরের মাঠে ৩৬৮ দিন পর কোনও টেস্ট জিতল ভারত।
ছবি: সংশ্লিষ্ট সংস্থার সৌজন্যে