যুগবার্তা ওয়েব ডেস্ক: সামনেই পুজো , সেজেগুজে সুগন্ধি মেখে বাড়ি থেকে বের হলেন । বেশ কিছুক্ষণ হয়ে যাওয়ার পর দেখা গেল গন্ধ উধাও ! ব্যস মনটা তখন খুব খারাপ হয়ে যাবে, তাই না । ভিড়ভাট্টা, রোদ-বৃষ্টিতে ‘ফ্রেগ্র্যান্স লেয়ারিংবাইরে থাকা, সুগন্ধির গন্ধ টিকবে কিনা তা নিয়ে দুঃশ্চিন্তার শেষ নেই । এবার আর চিন্তা নেই। সুগন্ধ যদি দীর্ঘ সময়ে টিকিয়ে রাখতে হয় তা হলে এক সুগন্ধিতে কাজ হবে না, করতে হবে লেয়ারিং। ‘ফ্রেগ্র্যান্স লেয়ারিং’য়ে এখন মেতেছে নতুন প্রজন্ম । কোনওটিতেই যেন অ্যালকোহলের মাত্রা বেশি না হয়। তা হলে ত্বকের ক্ষতি হতে পারে। সেটা অবশ্যই খেয়াল রাখতে হবে ।
কী এই ‘ফ্রেগ্র্যান্স লেয়ারিং’?
লেয়ারিং এমন এক কৌশল, যেখানে বিভিন্ন সুগন্ধি পণ্য, যেমন শাওয়ার জেল, বডি লোশন, ময়েশ্চারাইজ়ার, বডি স্প্রে এবং পারফিউমের গন্ধ মিলিয়ে একই সঙ্গে এমনভাবে ব্যবহার করা হয়, যাতে গন্ধ অতি তীব্র না হলেও তা দীর্ঘস্থায়ী হয়। কেবল একটি পণ্য ব্যবহার করে তা সম্ভব নয়। তবে চিন্তার কারণ নেই। এর জন্য যে খুব দামি পণ্য কিনতে হবে, তা একেবারেই নয়। শুধু সঠিক সুগন্ধি বাছাই করতে হবে ও লেয়ারিংয়ের কৌশল জানতে হবে।
লেয়ারিংয়ের ধাপ
১) স্নানের সময় থেকে শুরু হবে লেয়ারিঙের ধাপ। পছন্দের সুগন্ধি বা বডি স্প্রে-র সুগন্ধের সঙ্গে মিল আছে, এমন বডি ওয়াশ বা সাবান ব্যবহার করতে হবে।
২) স্নানের পর ত্বক কিছুটা ভিজে থাকা অবস্থায় এমন ময়েশ্চারাইজ়ার ত্বকে ব্যবহার করতে হবে যার সুগন্ধও আপনার পছন্দের সুগন্ধির মতোই। যেমন, যদি আপনার সুগন্ধি বা বডি স্প্রে-র ঘ্রাণ ফ্লোরাল, ওরিয়েন্টাল, সাইট্রাস বা ভ্যানিলা জাতীয় হয়, তা হলে ময়েশ্চারাইজারেও তেমনই ঘ্রাণ থাকতে হবে।
৩) এরপরে শরীরের কিছু জায়গা যেমন কব্জি, ঘাড়, কনুইয়ের ভাঁজে, কানের পিছনের দিকে বডি স্প্রে ব্যবহার করুন। বডি স্প্রে-তে সুগন্ধি তেলের ঘনত্ব কম থাকে, তাই এটি হালকা।
৪) শেষে ব্যবহার করতে হবে সুগন্ধি। শরীরের যে জায়গাগুলিতে বডি স্প্রে ব্যবহার করেছিলেন, সেখানেই স্প্রে করুন পারফিউম। সুগন্ধির গন্ধ বডি স্প্রে-র চেয়ে অনেক বেশি, তাই এর গন্ধ দীর্ঘ সময় থাকে। একই জায়গায় বডি স্প্রে ও সুগন্ধি স্প্রে করলে সেই গন্ধ বহু ক্ষণ টিকে থাকবে।
ছবি: সংশ্লিষ্ট সংস্থার সৌজন্যে