যুগবার্তা বিনোদন ডেস্কঃ ২০০৪-এর লোকসভা নির্বাচনে দক্ষিণ কলকাতায় মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন কংগ্রেস প্রার্থী নাফিসা আলি। এবার সেই প্রাক্তন মিস ইন্ডিয়া বাংলা ছবিতে পা রাখতে চলেছেন। ছবির নাম ‘রেখা’। পরিচালনায় অনুপ দাস। এটা তাঁর দ্বিতীয় বাংলা ছবি। প্রথমে শোনা গিয়েছিল, বলিউড নায়িকা রেখার জীবনের ছায়ায় তৈরি হবে ছবিটি। তবে সেটা গুজব। এই ছবির সঙ্গে বলিউড নায়িকার কোন সম্পর্ক নেই বলেই খবর। ছবিটি নারীকেন্দ্রিক। পুরনো কলকাতার এক বাড়িকে কেন্দ্র করে গল্প এগোবে।
২০১৪ সালে ঋতুপর্ণা সেনগুপ্তকে নিয়ে ‘খোলা হাওয়া’ ছবিটি তৈরি করেছিলেন অনুপ। ১১ বছর পর আবার তিনি বাংলা ছবি পরিচালনায় এলেন। তাঁর প্রথম হিন্দি ছবি ‘লাইফ এক্সপ্রেস’-এরও নায়িকা ঋতুপর্ণা। ‘রেখা’ ছবিতেও থাকছেন টলিউডের ১ নম্বর নায়িকা। নাফিসার মতোই এই ছবিতে সমান গুরুত্বপূর্ণ চরিত্রে থাকছেন তিনি। মুনমুন সেনের ছোট মেয়ে রিয়া সেনকে নিয়ে একপ্রস্থ শুটিং ইতিমধ্যেই সেরে ফেলেছেন পরিচালক। এখনও সব চরিত্রের কাস্টিং চূড়ান্ত হয়নি। অভিনেতা বাছাই চলছে। পুজোর পরে অক্টোবর মাসে পুরদমে শুরু হবে শুটিং।
ছবিঃ সংশ্লিষ্ট সংস্থার সৌজন্যে