যুগবার্তা স্পোর্টস ডেস্কঃ ভাঙা পা নিয়ে ম্যাঞ্চেস্টার টেস্টে ব্যাট করতে নেমে যেমন মুগ্ধ করেছিলেন সকলকে, তেমনই এবার মাঠের বাইরেও সবার দিল জিতলেন ঋষভ পন্থ। কর্নাটকের এক দুঃস্থ মেধাবি পড়ুয়ার কলেজের বেতন মিটিয়ে দিয়েছেন ভারতের তরুণ উইকেটরক্ষক। কর্নাটকের বিলাগি তালুকের রবকাভি গ্রামের জ্যোতি কানাবুর মাথ প্রাক-বিশ্ববিদ্যালয় পরীক্ষায় ৮৫ শতাংশ নম্বর পেয়েছিলেন। কিন্তু আর্থিক সঙ্গতি না থাকায় উচ্চশিক্ষা নিয়ে চিন্তায় ছিলেন। এই অবস্থায় জামখন্ডির বিজাপুর লিঙ্গায়েত এডুকেশন ইন্সটিটিউশনে কম্পিউটার অ্যাপ্লিকেশন পড়ার সুযোগ পান। কলেজের ফি দেওয়ার ক্ষমতা ছিল না তাঁর বাবা তীর্থায়া কানাবুর মাথের। স্থানীয় শুভাকাঙ্ক্ষী অনিল নামে এক ব্যক্তি বেঙ্গালুরু ক্রিকেটমহলের কিছু পরিচিতকে ব্যাপারটা জানান। সেখান থেকে পন্থের কানে খবর পৌঁছয়। সঙ্গে সঙ্গে কলেজের ৪০ হাজার টাকা মিটিয়ে দেন ভারতের সহ-অধিনায়ক।
সম্প্রতি জ্যোতি কানাবুর মাথের লেখা একটি খোলা চিঠি প্রকাশ্যে এসেছে। পন্থ
সরাসরি কলেজকে টাকা দেওয়ায় সেই মুহূর্তে বিষয়টা জ্যোতিরও অজানা ছিল। পরে কলেজ কর্তৃপক্ষের থেকে সত্যিটা জানতে পারেন তিনি। এর পরেই যৌথ ভাবে একটি খোলা চিঠি লেখা হয়। চিঠিটি থেকেই পন্থের এই মানবিক মুখের কথা সামনে এসেছে।
পন্থকে ধন্যবাদ দেওয়ার পাশাপাশি জ্যোতি জানিয়েছেন, ভবিষ্যতে সফ্টঅয়্যার ইঞ্জিনিয়ার হওয়ার ইচ্ছে তাঁর। পরে দুঃস্থ সন্তানদের পড়াশোনার দায়িত্ব কাঁধে তুলে নেওয়ার পরিকল্পনাও রয়েছে।
ছবিঃ সংশ্লিষ্ট সংস্থার সৌজন্যে