যুগবার্তা স্পোর্টস ডেস্ক: অসম লড়াই যে হবে সেই দেওয়াল লিখন স্পষ্ট ছিলই। তা বলে সংযুক্ত আরব আমিরশাহি যে ভারতের সামনে এভাবে অসহায় আত্মসমর্পণ করবে সেটা কেউ আন্দাজ করতে পারেননি। প্রায় ১৬ ওভার বাকি থাকতে ৯ উইকেটে জয় পেল সূর্যকুমার যাদবের দল।
টসে জিতে সূর্য আমিরশাহিকে ব্যাট করতে পাঠান। শুরুটা খারাপ করেনি তারা। তৃতীয় ওভারে স্পিনারদের আক্রমণে আনেন ভারত অধিনায়ক। তাঁর এই চালে দিশেহারা হয়ে পড়ে এই আরব দেশ। কুলদীপ যাদব, বরুণ চক্রবর্তীর বল বুঝতেই পারছিলেন না আমিরশাহি ব্যাটাররা। ৪৭ রানে ২ উইকেট থেকে আর মাত্র ১০ রান যোগ করেই সব উইকেট হারাল তাঁরা। তার মধ্যে কুলদীপ নিলেন ৪ উইকেট, অনিয়মিত বোলার শিবম দুবে নিলেন ৩ উইকেট। আশ্চর্যের সব থেকে বেশি রান দিলেন যসপ্রীত বুমরাহ।
ব্যাট করতে এসে শুরু থেকেই আক্রমণাত্বক মনোভাব দেখা দুই ওপেনার শুভমান গিল ও অভিষেক শর্মা। যখন মনে হচ্ছিল ১০ উইকেটেই ম্যাচটি জিততে চলেছে ভারত, তখনই বড় শট খেলতে গিয়ে আউট হন অভিষেক। শেষপর্যন্ত সূর্য আর গিল মিলেই দেশকে জয়ে পৌঁছে দেন। মাত্র ২৭ বলে অভীষ্ট লক্ষ্যমাত্রায় পৌঁছে যান তাঁরা।
এশিয়া কাপে ভারতের পরবর্তী প্রতিপক্ষ পাকিস্তান। আগামী রবিবার এই মাঠেই মহারণ। তার আগে যে মেজাজে রয়েছেন গিল – সূর্যরা তাতে পাক দলের চাপ বাড়বে।
ছবি: সংশ্লিষ্ট সংস্থার সৌজন্যে