জুরেল! জাদেজার সেঞ্চুরিতে একপেশে ম্যাচে চালকের আসনে ভারত
যুগবার্তা স্পোর্টস ডেস্কঃ আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম সেঞ্চুরি পেলেন ধ্রুব জুরেল। ১৯০ বলে শতরান পূর্ণ করলেন ভারতীয় উইকেটরক্ষক। ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক রস্টন চেজের বলে বাউন্ডারি হাঁকিয়ে শতরানে পৌঁছে কিংবদন্তি পূর্বসূরিদের ছুঁলেন জুরেল। গড়লেন নতুন নজির। তৃতীয় ভারতীয় উইকেটরক্ষক-ব্যাটার হিসাবে ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে শতরান হাঁকালেন তিনি। ফলে মহেন্দ্র সিং ধোনি এবং ফারুখ ইঞ্জিনিয়ারের মতো কিংবদন্তি ক্রিকেটারদের সঙ্গে একাসনে বসে পড়লেন জুরেল। প্রাক্তন অধিনায়ক ধোনি ২০১১ সালে ইডেন গার্ডেন্সে ১৪৪ রান করেছিলেন। ১৯৬৭ সালে ফারুখ ইঞ্জিনিয়ার চেন্নাই টেস্টে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ১০৯ রান করেছিলেন।
শুক্রবার ১২তম ভারতীয় উইকেটরক্ষক হিসেবে সেঞ্চুরি করেছেন ২৪ বছর বয়সি এই ক্রিকেটার। তাছাড়াও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্ট সেঞ্চুরি করা পঞ্চম ব্যাটার হিসাবেও কৃতিত্ব অর্জন করেছেন তিনি। উল্লেখ্য, হাফসেঞ্চুরির পর স্যালুট করে সেলিব্রেশন করেন জুরেল। তাঁর বাবা কার্গিল যুদ্ধে লড়েছেন। বাবাকে সম্মান জানাতেই এই সেলিব্রেশন করেন ভারতীয় উইকেটকিপার।
ইংল্যান্ডে চোট পেয়েছিলেন ঋষভ পন্থ। পুরোপুরি সুস্থ না হয়ে ওঠার কারণে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজে নেই তিনি। সেই কারণে ধ্রুব জুরেল কেমন খেলেন, সেই দিকে নজর ছিল সকলের। প্রথমে দস্তানা হাতে সাবলীল দেখিয়েছিল তাঁকে। এবার ব্যাট হাতেও দুর্দান্ত ক্রিকেট উপহার দিলেন। পরীক্ষায় তিনি লেটার মার্কস নিয়ে পাশ করলেন, এ কথা বলাই যায়।
ওয়েস্ট ইন্ডিজের ১৬২ রানের জবাবে দ্বিতীয় দিনের শেষে প্রথম ইনিংসে ভারতের রান ৫ উইকেটে ৪৪৮। ভারত এগিয়ে ২৮৬ রানে। কেএল রাহুল, ধ্রুব জুরেলের পর সেঞ্চুরি পেলেন রবীন্দ্র জাদেজাও। টেস্টে ষষ্ঠ শতরান করলেন জাদেজা। ১৬৮ বলে সেঞ্চুরি হাঁকিয়ে স্বভাবসিদ্ধ তলোয়ার সেলিব্রেশনে মাতলেন তিনি। জুরেল যখন আউট হন তখন ভারতের রান ৪২৪। দিনের শেষে আহমেদাবাদ টেস্ট ম্যাচের যা ছবি, তাতে মনে হচ্ছে ভারতের জেতা সময়ের অপেক্ষা।
ছবি: সংশ্লিষ্ট সংস্থার সৌজন্যে