যুগবার্তা স্পোর্টস ডেস্কঃ হেডিংলে টেস্টে একই দিনে জোড়া নজির গড়লেন যশপ্রীত বুমরাহ। ইংল্যান্ডের বিরুদ্ধে চলতি সিরিজের প্রথম টেস্টের প্রথম ইনিংসে ৫ উইকেট নিলেন এই তারকা পেসার। বিরাট কোহলি, রোহিত শর্মা টেস্ট ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর এই প্রথম কোনও টেস্ট ম্যাচ খেলছে ভারত। প্রথম ইনিংসে তাঁদের অভাব অনুভূত না হলেও বোলিংয়ে দেখা গেল অন্য ছবি। একা বুমরাহ ছাড়া কেউই টেমোণ দাগ কাটতে পারলেন না। তিনি না থাকলে যে ভারতের এই বোলিং কতটা নির্বিষ, তা প্রমাণ হল। প্রসিদ্ধ কৃষ্ণ ও মহম্মদ সিরাজ মিলে ৫ উইকেট নিলেন ঠিকই, কিন্তু সেগুলো বেশির ভাগই ভাগ্যের জোরে পাওয়া। বড় শট মারতে গিয়ে উইকেট দিয়ে এলেন ইংরেজ ব্যাটাররা। চোট থেকে ফিরে আসার পর টানা বুমরাহকে দিয়ে বল করানোর ঝুঁকি নিচ্ছেন না ভারতীয় অধিনায়ক শুভমান গিল। ৪-৫ ওভারের ছোট ছোট স্পেলে তাঁকে ব্যাবহার করছেন গিল। তবু যখনই জুটি ভাঙার দরকার হয়েছে, বুমরাহকেই ডাকতে হয়েছে। আর বুমরাহ বুঝিয়ে দিয়েছেন, কেন সব বিশেষজ্ঞরা তাঁকেই এখন টেস্টে বিশ্বের সেরা বোলার আখ্যা দিচ্ছেন। শেষ পর্যন্ত ৮৩ রান দিয়ে ৫ উইকেট নিলেন তিনি। শুধু বেশি উইকেট নেওয়াই নয়, ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম ইনিংসে ভারতীয় বোলারদের মধ্যে তিনি দ্বিতীয় সর্বাধিক বল করেছেন। মোট ২৪.৪ ওভার। তার মধ্যে পাঁচ ওভার মেডেন। তাঁর থেকে বেশি বল করেছেন মহম্মদ সিরাজ (২৭ ওভার)।
এবার আসা যাক নজিরের কথায়। প্রথম ইনিংসে ৫ উইকেট নেওয়ার সঙ্গে সঙ্গে টেস্ট কেরিয়ারে বুমরাহ ১৪ বার এক ইনিংসে ৫ বা তার বেশি উইকেট নিলেন। তার মধ্যে ১২ বার বিদেশের মাটিতে। ফলে কপিল দেবকে ছুঁয়ে ফেললেন তিনি। এই কীর্তি এতদিন কপিল ছাড়া কোনও ভারতীয় বোলারের ছিল না। টেস্ট কেরিয়ারে কপিল ২৩ বার এক ইনিংসে ৫ বা তার বেশি উইকেট নিয়েছেন। তার মধ্যে ১২ বার বিদেশের মাঠে। তবে এখানেই শেষ নয়। একই সঙ্গে বুমরাহ ছাপিয়ে গেলেন আর এক কিংবদন্তি ফাস্ট বোলার ওয়াসিম আক্রমকে। এশীয় বোলারদের মধ্যে সেনা ( সাউথ আফ্রিকা, ইংল্যান্ড, নিউ জ়িল্যান্ড ও অস্ট্রেলিয়া) দেশে উইকেট শিকারিদের তালিকায় এত দিন শীর্ষে ছিলেন আক্রম। এই চার দেশে তাঁর ঝুলিতে রয়েছে ১৪৬ উইকেট। এখন এই চার দেশে সবচেয়ে বেশি টেস্ট উইকেটের নতুন মালিক ‘বুম বুম’ বুমরাহ। তাঁর উইকেটে সংখ্যা ১৫০। এখনও ইংল্যান্ডের দ্বিতীয় ইনিংস বাকি। প্রথম ইনিংসে তাঁর বলে চারটে ক্যাচ পড়েছে। সেগুলো ফিল্ডারেরা ধরতে পারলে আরও বেশি উইকেট থাকত ভারতীয় পেসারের নামের পাশে।
ছবিঃ সংশ্লিষ্ট সংস্থার সৌজন্যে