যুগবার্তা বিনোদন ডেস্কঃ টলিউডের জনপ্রিয় অভিনেতা অঙ্কুশ হাজরাকে জিজ্ঞাসাবাদের জন্য সমন পাঠাল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। পুজোর আগেই তাঁকে ইডি দপ্তরে হাজিরা দিতে হবে এমনটাই শোনা যাচ্ছে।
অভিনয়ের পাশাপাশি অঙ্কুশ এখন টেলিভিশন সঞ্চালনা ও ছবি প্রযোজনা ব্যবসার সঙ্গেও জড়িত। সূত্রের খবর, অনলাইন বেটিং অ্যাপের প্রচারের সঙ্গে নাম জড়িয়েছে তাঁর। সম্প্রতি বেআইনি বেটিং অ্যাপ সংক্রান্ত মামলায় দেশ জুড়ে বিজয় দেবারাকোন্ডা, রানা ডগ্গুবাটি, কপিল শর্মা সহ ২৯ জন সেলিব্রিটির বিরুদ্ধে মামলা রুজু করেছে ইডি। সেই তালিকায় নয়া সংযোজন অঙ্কুশ এমনটাই মনে করা হচ্ছে। অ্যাপগুলির প্রচারের বিনিময় বিপুল পরিমাণ আর্থিক সুবিধে পেয়েছেন এইসব তারকারা, এমনই অভিযোগ ইডির। অবৈধ টাকা লেনদেনের সঙ্গেও অ্যাপগুলি জড়িত বলে সন্দেহ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার। সেই সংক্রান্ত তথ্য জানতেই সমন পাঠানো হয়েছে টলি অভিনেতাকে এমনটাই সূত্র মারফৎ জানা যাচ্ছে। যদিও এই বিষয়ে অঙ্কুশ এখনও পর্যন্ত কোনোও প্রতিক্রিয়া দেননি। ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁকে পাওয়া যায়নি। ছবিঃ সংশ্লিষ্ট সংস্থার সৌজন্যে